ঈদুল আযাহ্ উপলক্ষে পটুয়াখালীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বরিশাল রেঞ্জের ডিআইজি

ঈদুল আযাহ্ উপলক্ষে পটুয়াখালীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বরিশাল রেঞ্জের ডিআইজি

রিপন কুমার দাস,পটুয়াখালীঃ-পবিত্র ঈদুল আযহা্ উপলক্ষ্যে পটুয়াখালী জেলার পৌর এলাকার পশুর হাট পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। শুক্রবার সকালে তিনি শহরের হেতালিয়া বাধঁ পশুর হাট পরিদর্শন কালে তার সাথে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান ও পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন। পশুর হাটে উপস্থিত ক্রেতা,বিক্রেতা ও সুধীজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় হাটে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুম ও জালটাকা সনাক্তকারী মেশিন পরিদর্শন কালে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন ঈদউল আযহা উপলক্ষ্যে জেলায় বাড়তি নিরাপত্তা ব্যাবস্থা গ্রহনের পাশাপাশি পশুর হাটে ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে পছন্দের পশু বেচা-কেনা করতে পারেন সেজন্য পুলিশি কঠোর নজরদারী রয়েছে বলে সকলকে আস্বস্ত করেন তিনি। এছাড়া এসময় বর্তমান সমস্যা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি যাতে ডেঙ্গুরোগ বহনকারী মশা বংশবিস্তার করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখার জন্য পরামর্শ দেন ডিআইজি।এছাড়াও হাটে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন সচেনতামুলক তথ্য সমৃদ্ধ লিফলেট বিতরন করা হয়।